Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
সিটিজেন চার্টার
বিস্তারিত

সিটিজেন চার্টার

উপাজেলাপর্যায়েরসেবাসমূহঃ 

ক্র: 

নং

সেবারধরণ

           সেবা

         

সেবাপ্রদান/প্রাপ্তিরক্ষেত্রেঅসুবিধাসমূহ 

(Problems & Challenges)

নাগরিকপর্যায় (Problems)

সরকারীপর্যায় (Challenges) 

০১

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

সহায়তা

১.১ প্রযুক্তি সহায়তা

  • কৃষি বিষয়ক উন্নত প্রযুক্তি সমূহ কৃষকদের নিকট হস্তান্তর (Technology Transfer)।
  • প্রদর্শনী প্লট স্হাপন, মাঠ দিবস উদযাপন, কৃষক র‍্যালী ইত্যাদি ।

◊   প্রাথমিক পর্যায়ে কৃষি  বিষয়ক উন্নত প্রযুক্তি সমূহ গ্রহনে ঝুঁকি মনে করা।

◊  কৃষকদের শিক্ষা ও কৃষি বিষয়ক পর্যাপ্ত জ্ঞানের অভাব।

◊  নতুন প্রযুক্তি গ্রহনে অনাগ্রহ।

◊ কৃষকদের আর্থিক সমস্যা।

◊  প্রয়োজনীয়  জনবলের  অভাব

◊ প্রদর্শনী প্লট স্হাপন, মাঠ দিবস ও কৃষক র‍্যালী বাস্তবায়নের জন্য অপ্রতুল অর্থ বরাদ্দ।

◊ Technology Transfer  Flow irregular.

১.২ মান সম্মত বীজ উৎপাদনে সহায়তা করা

  • নির্ধারিত প্রগতিশীল চাষীদের মাধ্যমে উন্নত মানের বীজ  প্রযুক্তি বিষয়ে প্রয়োজনীয় পরামর্শ প্রদান, উৎপাদিত বীজ সঠিকভাবে সংরক্ষণ এবং অন্যান্য চাষীদের মাঝে বিতরণের ব্যবস্হা করা।

◊  কৃষকদের বীজ উৎপাদনে অতিরিক্ত উৎপাদন ব্যয় ভার বহনে অনীহা।

◊বীজ সংরক্ষনের জন্য প্রয়োজনীয় গুদাম/পাত্রের অভাব।

◊ সংরক্ষিত বীজ খাবার হিসাবে ব্যবহার।

◊  উৎপাদিত বীজ বিপনণে সমস্যা।

◊  বীজগুদাম ও সংরক্ষণা- গারের অভাব।

◊  উৎপাদিত বীজ সরকারী প্রতিষ্ঠান কর্তৃক গ্রহনে অনীহা।

১.৩ কৃষি ঋণ প্রাপ্তিতে সহায়তা প্রদান

  • সরকারী ও বেসরকারী প্রতিষ্ঠান হতে কৃষি ঋণ প্রাপ্তিতে সহায়তা প্রদান।
  • কৃষি ঋণ প্রাপ্তির অনুকূলে ফসল উৎপাদন পরিকল্পনা প্রনয়ণে সহায়তা প্রদান।
  • ঋণ বিষয়ক সুবিধাদি এবং প্রযোজ্য সুদের হার বিষয়ে কৃষকদের অবহিত করা।

◊ সরকারী ও বেসরকারী প্রতিষ্ঠান হতে ঋণ গ্রহনে হয়রানির স্বীকার হওয়া।

◊ সুদের হার বেশী।

◊ আর্থিক প্রতিষ্ঠানের স্বতস্ফুর্ত সহযোগিতার অভাব।

১.৪ কৃষি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সহায়তা

  • কৃষি বিষয়ক যেকোন তথ্য, পরামর্শ এবং প্রযুক্তি কৃষিকর্মী, কৃষক এবং সাধারণ জনগণের মধ্যে পৌঁছানো।

◊  আধুনিক তথ্য ও যোগাযোগ ব্যবস্হা বিষয়ে কৃষকদের জ্ঞানের অভাব।

◊ প্রযুক্তি গ্রহনে আর্থিক সামর্থ্যের অভাব।

◊  আধুনিক তথ্য ও যোগাযোগ ব্যবস্হার প্রয়োজনীয় কর্মসূচী ও অবকাঠামোর অভাব।

◊দক্ষ জনবলের অভাব।

১.৫ সমন্বিত সম্প্রসারণ সেবা প্রদান

  • কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এবং বিভিন্ন সরকারী, বেসরকারী ও গবেষণা সংস্হার সাথে সমন্বয় সাধনের মাধ্যমে সম্প্রসারণ সেবা প্রদান।

◊ কৃষকের চাহিদা মাফিক সমন্বিত সেবার অপ্রতুলতা।

◊ সেবা গ্রহনে আর্থিক সামর্থ্যের অভাব।

◊ সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয়ের ঘাটতি।

১.৬ কৃষি পণ্য বিপনণে সহায়তা করা।

  • কৃষকের উৎপাদিত পণ্যের বাজারজাত করণে এবং ন্যায্যমূল্য পেতে সহায়তা প্রদান।

◊ কৃষক সংগঠনের অভাব।

◊ পণ্য পরিবহণে যথাযথ যোগাযোগ ব্যবস্হার অভাব।

◊ কৃষিপণ্য বিপনণে মধ্যস্বত্ব- ভোগীদের দৌরাত্ব।

◊ কৃষিপণ্য সংরক্ষণ ব্যবস্হার অভাব।

◊ কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ ও প্রসেসিং এ সমস্যা।

◊  মধ্যস্বত্ব ভোগী ও ফড়িয়াদের প্রভাব মুক্ত কৃষিপণ্য বাজার ব্যবস্হা পরিচালনায় দুর্বলতা।

◊ বাজার ব্যবস্হা গড়ে তোলার জন্য পর্যাপ্ত আর্থিক সহযোগিতার অভাব।

১.৭ কৃষি পণ্যের মূল্য সংযোজনে সহায়তা

  • কৃষি পণ্যের প্রক্রিয়াজাতকরণ, প্যাকেজিং ও নানাবিধ ব্যবহার মুখী পণ্যে রুপান্তরে কারিগরী সহায়তা প্রদান।

◊ কৃষকদের জ্ঞানের অভাব।

◊ কৃষকদের আর্থিক অস্বচ্ছলতা।

 

◊আর্থিক বরাদ্দ অপ্রতুল।

◊ দক্ষ জনবলের অভাব।

◊ বাজারজাত করণে সরকারী সহায়তার অভাব।

০২

প্রশিক্ষণ

প্রশিক্ষণ প্রদান

  • কৃষি বিষয়ক উন্নত প্রযুক্তি সম্পর্কে কৃষকদেরকে হাতেকলমে প্রশিক্ষণ প্রদান।

◊  প্রশিক্ষণে অংশ গ্রহণে কৃষকের সময়ের অভাব।

◊  প্রশিক্ষণ প্রাপ্ত প্রযুক্তি প্রয়োগে কৃষকের আর্থিক অস্বচ্ছলতা।

◊ অপ্রতুল প্রশিক্ষণ ভাতা।

◊ কৃষকদের প্রশিক্ষণের জন্য পর্যাপ্ত বরাদ্দের স্বল্পতা।

◊প্রশিক্ষণ ভাতা কম ।

◊হাতে কলমে শিক্ষাদানে প্রয়োজনীয় প্রশিক্ষণ সামগ্রীর স্বল্পতা।

◊ উচ্চতর প্র্রশিক্ষণ প্রাপ্ত দক্ষ জনবলের অভাব।

০৩

পুনবার্সন

কৃষি পুনবার্সনে সহায়তা

  • বন্যা, খরা ও অন্যান্য প্রাকৃতিক দুর্যোগে ক্ষয়ক্ষতি পুষিয়ে নেয়ার লক্ষ্যে কৃষি উপকরণ সহায়তা প্রদান।

 ◊ ছবি উত্তোলন ও ব্যাংকে গিয়ে একাউন্ট খুলতে কৃষকদের অনীহা।

◊ ক্ষতির তুলনায় কৃষি পুনবার্সনের অপ্রতুলতা।

   ◊ সব ধরনের কৃষক এ সুবিধা পায় না।

 

 

 

 ◊ প্রভাবমুক্ত থেকে যথাসময়ে ক্ষতিগ্রস্থ কৃষকদের  তালিকা প্রনয়নে সমস্যা।

◊ প্রয়োজনীয় জনবলের অভাব।

◊ আর্থিক বরাদ্দের অপর্যাপ্ততা।

 

 

 

০৪

কৃষি ভর্তুকি

কৃষিতে ভর্তুকি  ও উৎপাদনে সহায়তা প্রদান

  • কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে উপকরণাদি কৃষকের ক্রয় ক্ষমতার মধ্যে রাখার জন্য এবং উৎপাদন খরচ কমানোর জন্য বিভিন্ন সময় সরকারের দেয়া ভর্তুকি উপকরণাদি কৃষকদের মধ্যে বিতরণ।

 ◊ ছবি উত্তোলন ও ব্যাংকে গিয়ে একাউন্ট খুলতে কৃষকদের অনীহা।

◊ ক্ষতির তুলনায় কৃষি পুনবার্সনের অপ্রতুলতা।

◊ সব ধরনের কৃষক এ সুবিধা পায় না।

 

 

 

 ◊ বাজেটের অভাব।

◊ পৃথক বাজেট বরাদ্দ থাকে না।